এশিয়ান গেমসে বরাবরই উপমহাদেশের দেশগুলোর মধ্যে প্রাধান্য থাকে ভারতের। গুয়াংজু এশিয়ান গেমসেও তারা ১৪টি স্বর্ণসহ মোট ৬৫টি পদক পেয়েছিল। এবার ইনচন এশিয়াডে ভারতের লক্ষ্য ৭৫ পদক। তাই অনুশীলনেও এবার বেশকিছু ভিন্নতা এনেছে তারা। যাদের পদক জয়ের সম্ভাবনা আছে কেবলমাত্র তাদেরকে রেখে বেশকিছু শীর্ষস্থানীয় অনেক অ্যাথলেটকে পারফরমেন্সের ভিত্তিতে এশিয়াডের দলকে ছেঁটে ফেলা হয়েছে।
এ প্রসঙ্গে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (এসএআই) মহাপরিচালক জিজি থমসন বলেছেন, 'শুধুমাত্র যাদের পদক জয়ের সম্ভাবনা আছে আমরা তাদেরকেই নির্বাচিত করেছি। আর তাই সত্যিকার অর্থেই আমরা অন্তত ৭৫টি পদকের আশা করছি।'