দীর্ঘ দুই যুগ ধরে সান্তিয়াগো বার্নাব্যুতে আছেন স্প্যানিশ তারকা ইকার ক্যাসিয়াস। ফুটবল শিখেছেন এখানে। তারপর দীর্ঘ দুই যুগে অনেক কিছুই করেছেন তিনি। অধিনায়ক হিসেবে জয় করেছেন প্রায় সবকিছুই। গত মৌসুমে জয় করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও। রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন আর তাকে ঠিক মানাচ্ছে না। অন্তত সমালোচকরা এমনটাই বলছেন। ৩৩ বছরের ক্যাসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ অবশ্য এখনো নেতিবাচক কিছু ভাবছে না। তবে ইকার ক্যাসিয়াস দীর্ঘদিনের প্রিয় এই ক্লাব ছেড়ে চলে যেতে পারেন। এমন খবরই বেরিয়েছে লা টেন স্পোর্ট পত্রিকায়। ফরাসি এই দৈনিক লিখেছে, আগামী জানুয়ারিতে আর্সেনালে যোগ দিবেন ইকার ক্যাসিয়াস। স্প্যানিশ এই গোলরক্ষক বয়সের কারণে আগের রিফ্লেক্স হারিয়ে ফেলেছেন। এ কারণে রিয়াল মাদ্রিদে নিজের স্থানও হারিয়েছেন তিনি।