সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ বুধবার ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলতে গিয়েছিলেন নিজের পুরাতন ক্লাব আয়াক্স। ক্যারিয়ারের শুরুর দিকে আয়াক্সে খেলেছিলেন ইব্রাহিমোভিচ। ডাচ এই ক্লাবেই তারকা হয়ে উঠেছিলেন সুইডিশ স্ট্রাইকার। এরপর জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান এবং বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবে খেলেছেন তিনি। আয়াক্সে মাঠে খেলতে নেমেই ইব্রাহিমোভিচ দেখলেন, আয়াক্স সমর্থকরা 'স্বাগতম ঈশ্বর পুত্র' লেখা ব্যানার নিয়ে গ্যালারিতে এসেছে। ম্যাচ শেষ হওয়ার পর ইব্রাহিমোভিচকে সাংবাদিকরা এ ব্যাপারে জিজ্ঞেস করলে সুইডিশ এই স্ট্রাইকার বলেন, 'অবশ্যই, আমিই ঈশ্বর পুত্র। এখানে পুনরায় খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত।' আয়াক্সে সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। এবার বার্সেলোনা বিপক্ষেও পয়েন্ট চান ইব্রাহিমোভিচ। ৩০ সেপ্টেম্বর প্যারিস যাচ্ছে বার্সেলোনা।