১৭ সেপ্টেম্বর। ২০০০ সালের এই দিনটিতেই বারসায় যোগ দিয়েছিলেন মেসি। তার পর কেটে গিয়েছে সুদীর্ঘ ১৪টি বছর। মেসির সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে বারসাও সফল। দিনটি আসতেই মেসি তাই নিজের টুইটার প্রোফাইলে তার পুরানো রেজিস্ট্রেশনের ছবি প্রকাশ করলেন।
সেই চৌদ্দ বছর আগেকার ছবি। যাতে শিলমোহর পড়ায় বারসার হয়ে তার পথ চলা শুরু। একইভাবে, বারসাও ক্লাবের অফিসিয়াল সাইটে মেসির সেই পুরানো রেজিস্ট্রেশনের ছবিটি পোস্ট করে মেসিকে অভিনন্দন জানাল।
ছবিটি পোস্ট করে মেসি লিখলেন, 'খারাপ হোক বা ভালো সময়। সব সময় ক্লাবের তরফে দারুণ সমর্থন পেয়ে এসেছি। এতগুলি বছর এখানকার সাপোর্ট স্টাফ ও সতীর্থদের সঙ্গে কাটিয়ে ফেললাম। মালুমই হয়নি কখন এতগুলি বছর পেরিয়ে গেল। আরও অনেকটা পথ চলা বাকি। সবাইকে ধন্যবাদ।'