প্রথম ওয়ানডেতে উপরের সারির ব্যাটসমানদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ২৫৩ রানের টার্গেট টপকাতে পারেনি। গুটিয়ে গিয়েছিল ২৩৬ রানে। ওয়ানডে সিরিজ জিততে হলে আজ জিততেই হবে বাংলাদেশ 'এ' দলকে। জয়ের বিকল্প নেই। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ জিতলে সমতা আসবে সিরিজে। এরপর সিরিজ নির্ধারিত হবে ১ অক্টোবর। আর আজ হেরে গেলে ওয়ানডে সিরিজ জিতে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে 'এ'।
দেড় বছর পর ইনজুরি থেকে সুস্থ হয়ে খেলতে নামেন আবুল হাসান রাজু। প্রথম ওয়ানডেতে মাত্র ২.৫ ওভার বোলিং করার পরই ঘাড়ে ব্যথা পান। ফলে মাঠের বাইরে চলে আসতে হয়। ম্যাচের বাকিটা সময় বোলিং করা হয়নি তার। প্রথমে ইনজুরি মারাত্মক মনে হয়েছিল। কিন্তু তেমন একটা মারাত্মক নয়। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। সেজন্য সিরিজের বাকি দুই ওয়ানডেতে তাকে নাও খেলতে দেখা যেতে পারে।