বিয়ের আমেজ এখনো পুরোপুরি কাটেনি মুশফিকুর রহিমের। এদিক-সেদিক ঘুরছেন নববধূকে নিয়ে। প্রস্তুতি নিচ্ছেন বগুড়ায় ঈদ করার। সেখানে স্থানীয় অধিবাসীদের সন্মানে আয়োজন করবেন জমকালো একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। নববধূ জান্নাতুল কিফায়াত মণ্ডিও এসব নিয়েই যখন সময় কাটাচ্ছেন মুশফিক, তখনই জোর একটি ধাক্কা খেলেন। ওয়ানডে ক্রিকেট নেতৃত্ব হারিয়েছেন তিনি। চাপমুক্ত ব্যাটিং করতে দেওয়ার অজুহাতে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ওয়ানডের অধিনায়কত্ব। তার জায়গায় রঙিন পোশাকে টাইগারদের নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডের নেতৃত্ব হারালেও টেস্টের অধিনায়কত্ব বহাল রয়েছে মুশফিকের। গতকাল এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। এই সিদ্ধান্ত শুধুমাত্র আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য। সাদা পোশাকে মুশফিকের সহকারী তামিম ইকবাল এবং রঙিন পোশাকে মাশরাফির সহকারী সাকিব আল হাসান। বর্তমানে এশিয়ান গেমস খেলতে দক্ষিণ কোরিয়ার ইনচেনে অবস্থান করছেন ওয়ানডের নতুন অধিনায়ক ও সহ অধিনায়ক।
গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়, ‘জিম্বাবুয়ে সিরিজেই দুই অধিনায়ক’। সংবাদটি প্রকাশের প্রায় এক সপ্তাহ পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কাল আনুষ্ঠানিকভাবে টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেন। বাংলাদেশ প্রতিদিনে টেস্ট অধিনায়ক হিসেবে মুশফিক ও ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফির নাম ছাপা হয়েছিল।
গতকাল বিসিবির সভায় শুধু দুই অধিনায়ক মনোনয়নের বিষয়টিই মূল আলোচ্য বিষয় ছিল না। সভার মূল এজেন্ডা ছিল সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ব্যর্থতার প্রসঙ্গটি। টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, আরেক পরিচালক নাইমুর রহমান দুর্জয় ও কোচ চন্ডিকা হাতুরাসিংহে রিপোর্ট নিয়ে আলোচনা হয় সভায়। তিন জনের রিপোর্র্টেই উল্লেখ রয়েছে ক্যারিবীয় সফরের দ্বিতীয় টেস্টে অধিনায়ক মুশফিকুর রহিম নিজ ক্ষমতায় সিদ্ধান্ত নেন। অথচ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল আরেকটি। এছাড়াও মাঠ পরিচালনায় দলীয় কোচের কোনো মেসেজই অনুসরণ করতেন না মুশফিক। এসব কারণেই অধিনায়কের পদ হারিয়েছেন মুশফিক, ধারণা সবার। তবে বিসিবি সভাপতি সেটা বলতে নারাজ। মুশফিককে চাপমুক্ত ব্যাটিং করতে দেওয়াই মূল উদ্দেশ্য বলেন বিসিবি সভাপতি, ‘এই মুহূর্তে আমাদের সেরা ব্যাটসম্যান মুশফিক। সে যাতে চাপমুক্ত ব্যাটিং করতে পারেন, সেজন্যই তাকে শুধুমাত্র টেস্ট অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে। চাপমুক্ত রাখার জন্য উইকেট কিপিং থেকে বিরত রাখারও আলোচনা হয়েছে সভায়।’ মুশফিক অধিনায়ক নির্বাচিত হন ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এখন পর্যন্ত ১৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়ক ছিলেন ৩৭ ওয়ানডেতে।
মাশরাফিও এ প্রথম অধিনায়ক হননি। ২০০৯ সালে মোহাম্মদ আশরাফুলের হাত থেকে দায়িত্ব পান মাশরাফি। ক্যারিবীয় সফরে গ্রস আইলেটে প্রথম টেস্টে বোলিং করার সময় পায়ে আঘাত পান। তার পরিবর্তে অধিনায়ক হন সাকিব। অবশ্য ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ফের অধিনায়ক হন মাশরাফি। সিরিজটি ৪-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। কিন্তু ওই সিরিজে আহত হন তিনি। ফলে পুরোপুরি নেতৃত্ব চলে যায় তার কাছ থেকে। যদিও এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এখন ইনচেনে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে। ‘গুড টিম ম্যান’ হিসেবে পরিচিত মাশরাফিকে বেশ অনেকদিন ধরেই অধিনায়ক বানানোর পরিকল্পনা ছিল বিসিবির। মুশফিকের ব্যর্থতায় সুযোগ করে দিয়েছে এবার। যদিও জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত পরীক্ষামূলক অধিনায়ক বানানো হয়েছে বলেন বিসিবি সভাপতি, ‘আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদি। যেহেতু মাশরাফির ইনজুরির প্রবণতা রয়েছে, তাই তাকে শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য অধিনায়ক হিসেবে আপাতত মনোনয়ন দেওয়া হয়েছে। যদি সে সুস্থ থাকে, তাহলে বিশ্বকাপ ক্রিকেটেও অধিনায়ক হিসেবে তাকে দেখা যাবে।’ মাশরাফি এখন পর্যন্ত ৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। তিন জয়ের বিপক্ষে হেরেছেন ৪টিতে।
গত এক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের পারফরম্যান্স ক্রমশই তলানির দিকে। সেখান থেকে উত্তোরণের জন্য এই প্রথম টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ভিন্ন ভিন্ন অধিনায়কের মনোনয়ন দিয়েছে বিসিবি। যদিও পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এই পথে হাঁটছে অনেকদিন ধরেই। এখন দেখা যাক দুই অধিনায়কের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট ব্যর্থতার বৃত্ত ভেঙে আবারও সাফল্যের রাস্তায় উঠে আসতে পারে কি না?
শিরোনাম
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
ক্রিকেটে দুই অধিনায়ক পেল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
চবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এলামনাইয়ের নতুন কমিটি গঠিত
৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট-২০২৫’ জিতলো ফ্রেন্ডশিপ এনজিও
১৯ মিনিট আগে | প্রকৃতি ও পরিবেশ