বাংলাদেশ যে এখন আর হেলাফেলা করার মতো দল নয়, তা বিশ্বকাপেই প্রমাণ দিয়ে এসেছে টাইগাররা। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে ওয়ানডে ও টি-২০'তে হোয়াইটওয়াশ করে বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে মাশরাফি বাহিনী। শুধু হোয়াইটওয়াশ বললে ভুল হবে, পাকিস্তানের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে তারা বাংলাদেশ ছাড়তে পারলে হাফ ছেড়ে বাঁচে। যদিও শেষ টেস্টে জয় নিয়ে দেশ ছাড়ে পাকিস্তান। তারপরও আজহার আলী হয়তো ভুলবেন তার অধিনায়কত্ব জীবনের প্রথম সফরটি।
পাকিস্তানের পর এবার সিরিজ খেলতে আগামি মাসে বাংলাদেশ আসছে ধোনি বাহিনী। প্রথম দিকে দলের কিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে দিতে চাইলেও পাকিস্তানকে বাংলাওয়াশ করায় কোনো ধরণের ঝুঁকি না নিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আসন্ন এই সিরিজ সামনে রেখে সম্প্রতি টাইগারদের নিয়ে নতুন একটি বিজ্ঞাপন তৈরি করেছে বাংলাদেশ-ভারত সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পাওয়া স্টার স্পোর্টস। সেই বিজ্ঞাপনে মাশারাফিদের যথেষ্ট সমীহ করতে দেখা গেছে।
স্টার স্পোর্টসের নতুন এই বিজ্ঞাপনের ক্যাপশন করা হয়েছে এভাবে, ‘বাচ্চা আর বাচ্চা নেই’। তার মানে, ক্রিকেটে বাংলাদেশ জুনিয়র হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে টাইগাররা এখন সিনিয়র! সেখানে দেখানো হয়েছে, ক্রিকেট খেলতে গিয়ে জুনিয়রদের অবজ্ঞা করে সিনিয়ররা। কিন্তু সিনিয়রদের হতাশ করে ম্যাচ বের করে ফেলে জুনিয়ররা। বিজ্ঞাপনে ভিডিওটি দেখতে চাইলে নিচে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=4Rxqd2R5Rp4
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৫/মাহবুব