২০০৯ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে ক্রিকেট চলছে। বহুদিন পর দেশে ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত প্রতিটি পাকিস্তানী। দেশটিতে যেন এখন ঈদের আমেজ চলছে। এই আনন্দের আমেজে পিসিবিও স্বাভাবিকভাবে সামিল। এ কারণেই এক পোলিও রোগীকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা দেখতে আহবান জানিয়েছে পিসিবি। ওই পোলিও রোগীর নাম নাসির ইকবাল।
নাসির ইকবালের হিরো হচ্ছেন শহীদ আফ্রিদি। সে দেশটির খারিয়ান প্রদেশ থেকে ১০০০ রুপি খরচ করে লাহোরে এসেছেন খেলা দেখতে। অনেক কষ্ট করে সে এই টাকা জমিয়েছে। শেষ পর্যন্ত অবশ্য টিকেট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার সুযোগ পায় নাসির। তাকে শুধু জাতীয় পরিচয়পত্র দেখালেই স্টেডিয়ামে ঢোকার ছাড়পত্রের নিয়ম জারি করেছিল দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ