ওয়ারশ'র নারোদায়া স্টেডিয়ামে আজ রাতে যাই ঘটুক, ইউরোপা লিগে ইতিহাস হতে যাচ্ছে। ইউক্রেনিয়ান ক্লাব ডিনিপ্রোপেত্রোভস্ক প্রথমবারের মতো জিতে ইউরোপা লিগে নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখাতে পারে অথবা স্প্যানিশ ক্লাব সেভিয়া ছাড়িয়ে যেতে পারে জুভেন্টাস, ইন্টার মিলান ও লিভারপুলকে। ইউরোপা লিগে সর্বোচ্চ চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে সেভিয়া। এর আগে জুভেন্টাস (১৯৭৭, ১৯৯০ ও ১৯৯৩), ইন্টার মিলান (১৯৯১, ১৯৯৪ ও ১৯৯৮) এবং লিভারপুল (১৯৭৩, ১৯৭৬ ও ২০০১) ৩টি করে ইউরোপা লিগ শিরোপা জয় করেছে। সেভিয়া ২০০৬, ২০০৭ ও ২০১৪ সালে ইউরোপা লিগ জিতে তাদেরকে স্পর্শ করেছিল। আজ সবাইকে ছাড়িয়ে যেতে পারে স্প্যানিশরা।
ডিনিপ্রোপেত্রোভস্ক ইউরোপা লিগে দ্বিতীয় ইউক্রেনিয়ান ক্লাব হিসেবে জিততে পারে শিরোপা। এর আগে ২০০৯ সালে জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেনকে ইস্তাম্বুল ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল ইউক্রেনিয়ান ক্লাব শাখতার। ডিনিপ্রোর সামনে আজ শাখতারকে স্পর্শ করার হাতছানি। তবে শক্তিমত্তায় অনেকটা এগিয়ে থেকেই আজ মাঠে নামবে সেভিয়া। লা লিগার ক্লাবগুলো এমনিতেই পুরো ইউরোপ শাসন করছে। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ ছাড়াও অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া আর ভ্যালেন্সিয়ার মতো ক্লাবগুলো ইউরোপে বেশ দাপটের সঙ্গেই খেলে চলেছে। সেভিয়ার এই দাপট আজও দেখা যেতে পারে। শিকার হতে পারে ইউক্রেনিয়ান ক্লাব ডিনিপ্রোও। সেভিয়া কোচ উনাই আমেরি বলছেন, 'ইউরোপা লিগের জন্য আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা সত্যিই অসাধারণ। দলটার আত্দবিশ্বাসও দারুণ। আর এ টুর্নামেন্ট আমাদেরকে ইতিহাসে স্থান দিয়েছে। আমাদের কঠোর পরিশ্রমের পুরস্কার দিয়েছে।' সেই সঙ্গে তিনি ইতিহাসের সেরা অর্জনটাও চান। বলেছেন, 'আমরা এই দলটাকে নিয়েই ইতিহাস গড়তে চাই।' আজ জিতলেই তো সেভিয়ার ইতিহাস গড়া হয়ে যাবে!