প্রথম বাংলাদেশি হিসেবে সিদ্দিকুর রহমান এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন ২০১০ সালে, ব্রুনাই ওপেন। দ্বিতীয় শিরোপা জিতেছেন ২০১৩ সালে-হিরো ইন্ডিয়ান ওপেন। এবার ঘরের কোর্সেই ক্যারিয়ারের তৃতীয় এশিয়ান ট্যুর শিরোপা জিততে চান সিদ্দিকুর রহমান।
ঘরের কোর্সে খেলার যেন বাড়তি সুবিধা রয়েছে, তেমনি প্রত্যাশার চাপও কম নয়। তবে সিদ্দিকুর গতকাল চাপকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন। তিনি বলেন, 'এটা আমার ঘরের কোর্স। এখানে খেলতে পারাটা সত্যিই অনেক আনন্দের। এই কোর্সে আমি অনেক শিরোপা জিতেছি। তাই কোনো চাপ নেই। আমি যদি আমার স্বাভাবিক পারফরম্যান্সটা দেখাতে পারি, তাহলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।'
গত দেড় বছরে কোনো শিরোপা জিততে পারেননি সিদ্দিকুর। অবশ্য অনেক দিন ইনজুরিতে ভোগার কারণেই সুবিধা করতে পারেননি দেশসেরা গলফার। কিন্তু এখন তিনি সম্পূর্ণ সুস্থ। সিদ্দিকুর বলেন, 'আগের পারফরম্যান্স নিয়ে ভাবছি না। এখন সামনের দিকে তাকাতে চাই। বর্তমানে আমি একদম সুস্থ। এই সপ্তাহে অনুশীলনেও অনেক ভালো করছি। তাই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।'