শোনা যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা দলের শক্তিশালী খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স বাংলাদেশ সফরে নাও আসতে পারেন। শেষ পর্যন্ত তাই হয়েছে। তবে কোনো অজুহাতে নয়। বাবা হচ্ছেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন। তা মঞ্জুর হয়ে গেছে। আগামী জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের দলে নেই এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের পর এই প্রথম টেস্টে থাকছেন না ভিলিয়ার্স। বাংলাদেশ সফরের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে যুক্ত হয়েছেন একেবারে নতুন চারজন খেলোয়াড়। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষেই টেস্টে অভিষেক হবে তাদের। তারা হলেন ব্যাটসম্যান রিজা হেনড্রিক্স, উইকেটরক্ষক ডেন ভিলাস, বাঁ-হাতি স্পিনার অ্যারন ফ্যাঙ্গিসো আর অনূর্ধ্ব ১৯ দলের পেসার ক্যাগিসো রাবাদা। তবে একদিনের ক্রিকেটে তাদের ইতোমধ্যে অভিষেক হয়েছে।
বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিচ্ছেন হাশিম আমলা। স্কোয়াডের বাকি সদস্যরা হচ্ছেন ডিন এলগার, রিজা হেনড্রিক্স, ফ্যাফ ডু প্লেসিস, স্টিয়ান ভ্যান জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভার্নন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, অ্যারন ফ্যাঙ্গিসো, সাইমন হার্মার, টেম্বা বামুনা, ক্যাগিসো রাবাদা, ডেন ভিলাস।
বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৫/শরীফ