সন্তানের বাবা হতে কার না ভালো লাগে! অস্ট্রেলিয়ার ক্রিকেট অলরাউন্ডার শেন ওয়াটসন বাবা হয়েছেন। তার স্ত্রী 'লি' শনিবার একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে 'ম্যাটিলদা ভিক্টোরিয়া ওয়াটসন'। ওয়াটসন যে এবারই প্রথম বাবা হলেন তা নয়। এ দম্পতির আরো একটি ছেলে সন্তান রয়েছে।
ওয়াটসনের ছেলের নাম উইল ওয়াটসন। সন্তানের বাবা হওয়ার কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। পুরো পরিবার নিয়ে শেন ওয়াটসন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৫/শরীফ