বছরের দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও সুইস লেজেন্ড রজার ফেদেরার। আজ বেশ স্বাচ্ছন্দেই দ্বিতীয় রা্উন্ডের বাধা অতিক্রম করেছেন তারা। শারাপোভা স্বদেশি ভিতালিয়া দিয়াশেনকোকে ৬-৩, ৬- ১ গেমে পরাজিত করেন। এজন্য তিনি সময় নেন মাত্র ৮১ মিনিট। অার টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রজার ফেদেরার স্পেনিশ মার্চেল গ্রানোলারকে ৬-২, ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন। ফেদেরার এ পর্যন্ত ১৭টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৫/শরীফ