প্রথম ইনিংসে এগিয়ে যেতেই শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতাটুকু কাল সেরে নেয় দ্বিতীয় ইনিংসে দুই দুটি সেঞ্চুরিতে। সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের দুই সেঞ্চুরিই প্রাইম ব্যাংকের শিরোপা নিশ্চিত করে দেয়। প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন হলেও ম্যাচের ফল কিন্তু ড্র। মিরপুরে অন্য ম্যাচের ফল শিরোপা নির্ধারণে কোনো ভূমিকা রাখত না। তারপরও ম্যাচে মাহামুদুল্লাহ রিয়াদের দল ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল ৮০ রানে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চলকে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ২৩১ রান নিয়ে খেলতে নেমে কাল আরও ২২১ রান যোগ করে প্রাইম ব্যাংক। সেঞ্চুরি তুলে নেন সৌম্য ও মোসাদ্দেক। ৭৫ রানে অপরাজিত থাকা সৌম্য ১২৭ রানের নান্দনিক ইনিংস খেলেন। মোসাদ্দেক খেলেন ১১৯ রানের ইনিংস। দুজনের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে প্রাইম ব্যাংক। টার্গেট দেয় ৫৯০ রানের। ৫৯১ রানের পাহাড় ডিঙানোর মতো টার্গেটের বিপক্ষে খেলতে নেমে ৩ উইকেটে ১৬৬ রান তুলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। তিনটি উইকেটই নেন ডান হাতি পেসার আল আমিন। দুই ইনিংসে তার উইকেট সংখ্যা ৬টি। ভারত সিরিজের আগে ফর্মে ফিরেছেন আল আমিন। টিম ম্যানেজমেন্টও তার পারফরম্যান্স নিয়ে ভাববেন আলাদা করে। চ্যাম্পিয়ন হয়ে ভীষণ খুশি প্রাইম ব্যাংকের অধিনায়ক আবদুর রাজ্জাক রাজ, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমরা ভালো খেলছিলাম। শিরোপা নির্ধারণী ম্যাচে আমাদের ব্যাটসম্যান, বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই শিরোপা জয় অসাধারণ।’ চ্যাম্পিয়ন হয়ে ২০ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে প্রাইম ব্যাংক। শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলতে নামার আগে প্রাইমের পয়েন্ট ছিল ৩৫। বিপরীতে ইসলামী ব্যাংকের ৩২। তাই ড্র দরকার ছিল প্রাইমের। সেই কাজটিই করেছে খালেদ মাহমুদ সুজনের দল। ড্র করে পয়েন্ট এখন ৪৬। ইসলামী ব্যাংকের পয়েন্ট ৩৯।
চট্টগ্রামের মতো মিরপুরের ম্যাচটির গুরুত্ব তেমন ছিল না। চট্টগ্রামে ম্যাচের ফলও হয়নি। কিন্তু মিরপুরে ফল হয়েছে। তাতে জিতেছে ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল। প্রথম ইনিংসে মাহামুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ২৮৯ রান করে ওয়ালটন। জবাবে দুই রান আগে থেমে পড়ে বিসিবি উত্তাঞ্চল। দুই রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কেন্দ্রীয় অঞ্চল। গুটিয়ে যায় মাত্র ২০০ রানে। ছুড়ে দেয় ২০৩ রানের টার্গেট। জয়ের জন্য তেমন কোনো টার্গেট নয়। কিন্তু তৃতীয় দিন ব্যাট করতে নেমে ১১ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বিসিবি। কাল ৪০.৪ ওভারে গুটিয়ে যায় ১২২ রানে। বিশেষ করে বিসিবি উত্তরাঞ্চলকে গুটিয়ে দেন মোহাম্মদ শহীদ, ম্যাচসেরা শুভাগত হোম ও মোশাররফ রুবেল। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া শুভাগত কাল নেন আরও ৪ উইকেট। দুই ইনিংসে ৯ উইকেট নেন এই অফ স্পিনার। জয়ে ওয়ালটনের পয়েন্ট হয় ৩৩ এবং বিসিবির পয়েন্ট দাঁড়ায় ১৮।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল : প্রথম ইনিংস, ৩৮৫/১০ ও দ্বিতীয় ইনিংস, ৪৫২/৯, ১০৭.২ ওভার ( এনামুল বিজয় ৭০, সৌম্য সরকার ১২৭, মোসাদ্দেক হোসেন ১১৯। আবুল হাসান ৩/২৬)।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : প্রথম ইনিংস, ২৪৭ (আল আমিন ৩/৪৫) ও দ্বিতীয় ইনিংস, ১৬৬/৩, ৩৪ ওভার (লিটন কুমার ৭৪, অলক কাপালি ৫৫*। আল আমিন ৩/৪৩)।
ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চল : প্রথম ইনিংস, ২৮৯ (মাহামুদুল্লাহ রিয়াদ ১১৩) ও দ্বিতীয় ইনিংস, ২০০/১০, ৮৩.১ ওভার ( মেহরাব জুনিয়র ৫৩*, মাহামুদুল্লাহ রিয়াদ ৩৫, শুভাগত হোম ৩৬। মাহামুদুল হাসান ৪/৫৩)
বিসিবি উত্তরাঞ্চল : প্রথম ইনিংস, ২৮৭ (শুভাগত হোম ৫/৭৮) ও দ্বিতীয় ইনিংস, ১২২/১০, ৪০.৪ ওভার ( সাব্বির রহমান ৩২, মাহামুদুল হাসান ৩৪। শহীদ ৩/৩২, শুভাগত হোম ৪/৩৫, মোশাররফ রুবেল ৩/২৭)।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর