জার্মানির মিরিয়ানা লুচিচ বারোনি ১৯৯৯ সালে যখন টেনিস কোর্টে খেলতে শুরু করেছেন রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপ তখন ৮ বছরের বালিকা। টেনিস কোর্টে কেবল হাঁটতে শিখছেন তিনি। তারপর কেটে গেছে বহু বছর। এরইমধ্যে লুচিচ ২০০৩-১০ পর্যন্ত একটা লম্বা সময় ছিলেন টেনিস কোর্টের বাইরে। তারপর যখন ফিরলেন নতুনরা কেউ তাকে চিনেই না। মার্টিনা হিঙ্গিস কিংবা জাস্টিন হেনিনরা ততোদিনে অবসরে। পুরনোদের মধ্যে কেবল টিকে আছেন উইলিয়ামস বোনেরা। তারপরও হাল ছাড়েননি লুচিচ। জার্মান এ তারকা ধীর পায়ে এগিয়ে চলেছেন। আর ফ্রেঞ্চ ওপেনে এসেই চমকে দিলেন টেনিস বিশ্বকে। ৩৩ বছরের লুচিচ ফ্রেঞ্চ ওপেনের ২য় রাউন্ড থেকেই বিদায় করলেন মেয়েদের এককের তৃতীয় বাছাই সিমোনা হ্যালেপকে! ২৩ বছরের হ্যালেপ ৭-৫, ৬-১ গেমে প্রায় উড়েই গেলেন অভিজ্ঞ লুচিচের কাছে।
এদিকে ফ্রেঞ্চ ওপেনে ২য় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন পুরুষ এককের দ্বিতীয় বাছাই সুইস তারকা রজার ফেদেরার। তিনি স্পেনের মার্সেলকে ৬-২, ৭-৬ (৭/১), ৬-৩ গেমে হারিয়েছেন। জয় পেয়েছেন মেয়েদের এককের দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভাও। এ রুশ সুন্দরী ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন স্বদেশি ভিতালিয়াকে। মেয়েদের এককে জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা সামান্থা স্টসারও। তিনি ফ্রান্সের অ্যামানডাইনকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন। এছাড়াও পুরুষ এককে ২য় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন সুইজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কা, ফ্রান্সের সাইমন এবং জাপানি তারকা কেই নিশিকুরি। মেয়েদের এককে সিমোনা হ্যালেপ বিদায় নিলেও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জার্মানির সেবাইন লিসিকি এবং চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা।