গত ফিফা সভাপতি নির্বাচনে দুর্নীতির অভিযোগে প্রার্থিতা বাতিল করা হয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামের। সেবার ভোট ছাড়াই ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেপ ব্ল্যাটার। এবারে ফেঁসে যাচ্ছেন সম্ভবত বর্তমান ফিফা সভাপতি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট ৯ জন ফিফা অফিশিয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বলে জানিয়েছে এএফপি। এদের মধ্যে ৭ জন ফিফা কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সুইস পুলিশ। গত ২৪ বছর ধরে দুর্নীতির সঙ্গে জড়িত এমন ১৪ জন ফিফা কর্মকর্তার নাম আছে জুরিখ পুলিশের কাছে। এই ঘটনা এমন সময় ঘটল মাত্র দুদিন পর যখন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার নতুন টার্মে নির্বাচনে লড়বেন। জুরিখের এক বিলাসবহুল হোটেল থেকে ফিফা ভাইস প্রেসিডেন্টসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে জুরিখ পুলিশ। তারা ২৯ মের ফিফা কংগ্রেসে অংশগ্রহণের জন্য জমায়েত হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ বিশ্বকাপ রাশিয়ায় এবং ২০২২ বিশ্বকাপ কাতারে আয়োজনের জন্য তারা ঘুষ নিয়েছিলেন। অবশ্য ফিফা মুখপাত্র ওয়াল্টার জানিয়েছেন, ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার এ তদন্তের আওতামুক্ত। এ কারণে আগামীকালের নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সেপ ব্ল্যাটারের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন। দুর্নীতির অভিযোগে গ্রেফতারকৃতদের সম্পর্কে ফিফার বক্তব্য হচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনায় ফিফা দারুণ খুশি। ওয়াল্টার বলছেন, 'সময়টা ভালো হলো না। তবে ফিফা এই কর্ম তৎপরতাকে স্বাগত জানায়। যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই ফিফা সব সময় অবস্থান নিয়েছে।' এমন অবস্থায় ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার অবশ্য নিশ্চিন্ত আছেন বলে জানিয়েছেন। তিনি দুর্নীতির সঙ্গে জড়িত নন বলেও এরই মধ্যে ফিফা থেকে জানানো হয়েছে। ওয়াল্টার আরও বলছেন, 'ব্ল্যাটার শান্তই আছেন এ অবস্থায়ও। তিনি কি ঘটে তা দেখার অপেক্ষায় আছেন। যে কারও সঙ্গেই তিনি সহযোগিতা করতে রাজি আছেন।' তবে ফিফার সর্বোচ্চ অফিশিয়ালদের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার খবর জানার পর ভোটাররা এখন ব্ল্যাটারের উপরও আস্থা হারাতে পারেন। সেক্ষেত্রে দীর্ঘদিন পর ফিফা সভাপতির নামটাও পরিবর্তন হতে পারে!
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির