বিশ্বকাপ ক্রিকেটে চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর ইমেজ পুরো পাল্টে গেছে বাংলাদেশের। এরপর ঘরের মাটিতে পাকিস্তানকে বিধ্বস্ত করে সমীহ আদায় করতে শুরু করছে অপরাপর দলগুলোর। মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলীর মতো তারকা ক্রিকেটাররা আসতে চাইছিলেন না বাংলাদেশ সফরে। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ভারত। আগামী জুলাইয়ে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশ আসছে দক্ষিণ আফ্রিকা। সফরে আসছেন সব তারকা ক্রিকেটার। তবে ভিন্ন ভিন্ন ফরম্যাটে। প্রোটিয়াসদের সেরা তারকা এডি ভিলিয়ার্স বাংলাদেশ সফরে আসছেন। তবে টেস্ট খেলতে নয়। আসছেন শুধু ওয়ানডে ও টি-২০ খেলতে। আরেক তারকা ফাস্ট বোলার ডেল স্টেইন শুধু টেস্ট খেলবেন। কিন্তু খেলবেন না ওয়ানডে কিংবা টি-২০ ম্যাচ। পূর্ণাঙ্গ সফরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আসবে ৩০ জুন।
কিছুদিন আগে ইন্ডিয়া উইজডেন পত্রিকায় স্টেইন বলেছিলেন, বিশ্বকাপ ক্রিকেটের জন্য সব শক্তি সঞ্চিত রাখতে বাংলাদেশ সফরে আসবেন না। এরপর সমালোচনায় জর্জরিত হয়ে পড়েন বিশ্বের শীর্ষস্থানীয় এই ফাস্ট বোলার। আসছেন বাংলাদেশে। তবে শুধু টেস্ট খেলতে। একই অবস্থা ডি ভিলিয়ার্সেরও।