পুত্রসন্তানের বাবা হলেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বুধবার ঢাকার স্কয়ার হাসপাতালে আব্দুর রাজ্জাক ও ইসরাত জাহান দম্পতির ঘর আলো করে এসেছেন ফুটফুটে এক পুত্রসন্তান। সদ্য সন্তানের মুখ দেখতে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলে চতুর্থ দিনের সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন দেশের এই তারকা স্পিনার।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে সদ্যোজাত সন্তান ও স্ত্রীসহ একটি ছবি পোস্ট করেছেন রাজ্জাক। সেখানে একটি বেডের পাশে দাঁড়িয়েছে আছেন আব্দুর রাজ্জাক। আর ওই বেডের ওপর সন্তানকে নিয়ে হাস্যোজ্জ্বল ইসরাত জাহান। ছবির একটি ক্যাপশনও দিয়েছেন সিনিয়র রাজ্জাক। সেখানে তিনি লিখেছেন, দয়া করে জুনিয়র রাজ্জাকের জন্য দোয়া করবেন।
বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৫/মাহবুব