লৌহ জাল দিয়ে ঘেরা বিশাল সবুজ খাঁচা। দূর থেকে মনে হয় গলফারদের অনুশীলন মঞ্চ। কাছে গেলেই দেখা মেলে পেখম মেলা ময়ূর। ছবি তোলার জন্য পোজ দিতে সদা প্রস্তুত! সবুজ খাচা অবশ্য হারিয়ে গেছে বিশাল অরণ্যের মাঝে। আম-কাঁঠালের হাজারো গাছ ছাড়াও আছে নানা রকমের লতাপাতা। ইট-সুরকির ঢাকায় এমন সাজানো গোছানো সবুজ অরণ্য সত্যিই অবাক করার মতো। মাঝে মধ্যেই পুকুর। এরই মধ্যে চলছে গলফারদের রাজত্ব। মাঝে মধ্যেই উৎসুক দর্শকদের হাততালি। গলফারের দারুণ সব সুইং। চলছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন। বাংলাদেশে এশিয়ান ট্যুরের প্রথম আয়োজন।
ভোর হতেই দল বেঁধে কুর্মিটোলা গলফ ক্লাবের দিকে ছুটে চলে সাংবাদিকরা। কেউ বা আবার সিদ্দিকুর রহমানের টি-টাইম দেখেই যাত্রা করেন। জামাল হোসেন কতদূর এগুলো! দুলাল শীর্ষস্থানে উঠতে পারবে তো! সিদ্দিকুর রহমান আর জামাল হোসেনদের পিছনে ফেলে এখন দুলাল হোসেনই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন। গতকাল বিকাল পর্যন্তও তিনি ছিলেন পাঁচ নম্বরে। দুলাল আলোচনায় থাকলেও সিদ্দিকুরদের মতো এতটা আলোতে ছিলেন না। অবশ্য এখনো তেমন কিছুই বলা যায় না। বাংলাদেশ গলফ ফেডারেশনের কো-অর্ডিনেটর মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী যেমন বলছিলেন, 'আগামীকালের (আজকের) খেলা না দেখে এখনো কিছুই বলা যাবে না।' বাংলাদেশের গলফাররা নিজেদের চেনা কোর্সে কেন ভালো করতে পারছে না, এর একটা ব্যাখ্যাও দিলেন তিনি। 'আমরা এমন আবহাওয়া আশা করিনি। বাতাস আর বৃষ্টিই আমাদেরকে ভালো করতে দিচ্ছে না।' এটা ঠিক, গলফে সুইং করাতে হলে বাতাসের আনুকূল্যও প্রয়োজন। প্রকৃতি বিমুখ হলে কিছুই করার থাকে না।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই প্রথম এশিয়ান ট্যুর টুর্নামেন্ট আয়োজন করছে। কেমন হচ্ছে এ আয়োজন? মাহমুদুর রহমান চৌধুরী জানালেন, 'আমাদের আয়োজন দারুণ হচ্ছে। আমরা নিজেদের প্রমাণ করতে পেরেছি।' বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এ গলফ উৎসব। ২৪টি দেশের ১৫০ জন গলফার অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। সিদ্দিকুর রহমানসহ বাংলাদেশের প্রফেশনাল ও অ্যামেচার মিলিয়ে মোট ৩১ জন গলফার প্রতিযোগিতা করছে সিঙ্গাপুর, স্পেন, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের বিখ্যাত সব গলফারদের সঙ্গে। চার রাউন্ডের দুই রাউন্ড শেষ হয়েছে গতকাল। আজ ও আগামীকাল হবে আরও দুই রাউন্ড। এই দুইদিনেই চূড়ান্ত হবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম বিজয়ী। কে হবেন চ্যাম্পিয়ন? সিঙ্গাপুরের মারদান মামত? নাকি স্পেনের কার্লোস পিজিম? নাকি তাদের টপকে বাংলাদেশের দুলাল হোসেনই জিতবেন প্রথম বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপা? আজ ও আগামীকালের সকাল-সন্ধ্যার গলফেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।