সময়ের ঘোড়ার সঙ্গেই দৌড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট। কখনো তাল মিলিয়ে। কখনো আবার একটু পিছিয়ে। তবে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এখন একটা জায়গায় এসে থিতু হয়েছে ক্রিকেট। বিশ্বকাপ ক্রিকেট থেকে শুরু করে সর্বশেষ পাকিস্তান সিরিজ পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলে সমীহ আদায় করে নিয়েছে প্রতিপক্ষের। এখন কেউ আর হেলাফেলার চোখে দেখছে না টাইগারদের। ক্রিকেটপ্রেমী বাঙালিদের চাওয়া-পাওয়াও বেড়ে গেছে মাশরাফি, মুশফিকদের কাছে। সব নজর এখন ক্রিকেটারদের দিকে। ১০ জুন শুরু বাংলাদেশ-ভারত সিরিজ। সিরিজে টাইগাররা কেমন করবে, এখন থেকেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন। অবশ্য ক্রিকেটাররাও প্রস্তুতি নিচ্ছেন জোর লড়াইয়ের। সিরিজ শুরুর আগে বিসিএলের শেষ পর্ব খেলে প্রস্তুতিটা সেরে নিয়েছে জাতীয় ক্রিকেটাররা। যদিও মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালরা খেলেননি বিশ্রামে থাকায়। তারপরও প্রধান নির্বাচক ফারুক আহমেদ সন্তুষ্ট ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে। পাকিস্তান সিরিজে যখন ব্যস্ত সময় পার করছিলেন ক্রিকেটাররা, তখন আড়ালে চলছিল বিসিএল। আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থাকায় খেলতে পারেননি জাতীয় ক্রিকেটাররা। সিরিজ শেষে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারতের আগে প্রস্তুতি নিতে জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে হবে বিসিএলের শেষ পর্ব। সেই হিসেবে ভারত সিরিজের স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটাররাই অংশ নেন। ভালো-মন্দ মিলিয়েই পারফরম্যান্স করেন। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা বলেন প্রধান নির্বাচক ‘সাকিব, মুশফিক, তামিমরা ম্যাচ খেলেননি ঠিকই। কিন্তু তাতে কিন্তু ক্রিকেটারদের প্রস্তুতি কম হয়নি। সবাই চেষ্টা করেছেন ফর্মে ফিরতে। মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছেন। এনামুল হক বিজয় ভালো খেলেছেন।’ বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর পাকিস্তান সিরিজে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেন মাহমুদুল্লাহ। খুঁজেই পাওয়া যাচ্ছিল না তাকে। তখন সমালোচনা করেন অনেকে। তাই বিসিএলের শেষ রাউন্ডে নামার আগে মিডিয়ার কাছে রানে ফেরার আকুলতার কথা বলেছিলেন মাহমুদুল্লাহ, ‘আমি সেঞ্চুরি করতে চাই।’ কথা রেখেছেন। শেষ রাউন্ডে ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চলের পক্ষে সেঞ্চুরি করেন। এনামুল হক বিজয়ের পারফরম্যান্সও ভালো ছিল। ৫ ইনিংসে ৩৯৭ রান করেন এনামুল। একটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরিও করেন। টেস্ট স্কোয়াডে না থাকলেও রান করেন সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন। তবে ব্যাটসম্যানদের চেয়ে ভালো করেছেন স্পিনাররা। শেষ রাউন্ডে ৯ উইকেট নেন শুভাগত হোম। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামও ভালো বোলিং করেছেন। তবে আল আমিন, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজুদের ঘাম ঝরাতে হয়েছে উইকেট পেতে। যদিও শেষ রাউন্ডে আল আমিন ছয় উইকেট নেন। কিন্তু আলো ছড়ানোর মতো নয়। পেসারদের নিয়েই ললাটে কুঞ্চন ধরেছে টিম ম্যানেজমেন্টের।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির