সময়ের ঘোড়ার সঙ্গেই দৌড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট। কখনো তাল মিলিয়ে। কখনো আবার একটু পিছিয়ে। তবে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এখন একটা জায়গায় এসে থিতু হয়েছে ক্রিকেট। বিশ্বকাপ ক্রিকেট থেকে শুরু করে সর্বশেষ পাকিস্তান সিরিজ পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলে সমীহ আদায় করে নিয়েছে প্রতিপক্ষের। এখন কেউ আর হেলাফেলার চোখে দেখছে না টাইগারদের। ক্রিকেটপ্রেমী বাঙালিদের চাওয়া-পাওয়াও বেড়ে গেছে মাশরাফি, মুশফিকদের কাছে। সব নজর এখন ক্রিকেটারদের দিকে। ১০ জুন শুরু বাংলাদেশ-ভারত সিরিজ। সিরিজে টাইগাররা কেমন করবে, এখন থেকেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন। অবশ্য ক্রিকেটাররাও প্রস্তুতি নিচ্ছেন জোর লড়াইয়ের। সিরিজ শুরুর আগে বিসিএলের শেষ পর্ব খেলে প্রস্তুতিটা সেরে নিয়েছে জাতীয় ক্রিকেটাররা। যদিও মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালরা খেলেননি বিশ্রামে থাকায়। তারপরও প্রধান নির্বাচক ফারুক আহমেদ সন্তুষ্ট ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে। পাকিস্তান সিরিজে যখন ব্যস্ত সময় পার করছিলেন ক্রিকেটাররা, তখন আড়ালে চলছিল বিসিএল। আন্তর্জাতিক ক্রিকেটের সূচি থাকায় খেলতে পারেননি জাতীয় ক্রিকেটাররা। সিরিজ শেষে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারতের আগে প্রস্তুতি নিতে জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে হবে বিসিএলের শেষ পর্ব। সেই হিসেবে ভারত সিরিজের স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটাররাই অংশ নেন। ভালো-মন্দ মিলিয়েই পারফরম্যান্স করেন। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা বলেন প্রধান নির্বাচক ‘সাকিব, মুশফিক, তামিমরা ম্যাচ খেলেননি ঠিকই। কিন্তু তাতে কিন্তু ক্রিকেটারদের প্রস্তুতি কম হয়নি। সবাই চেষ্টা করেছেন ফর্মে ফিরতে। মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছেন। এনামুল হক বিজয় ভালো খেলেছেন।’ বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর পাকিস্তান সিরিজে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেন মাহমুদুল্লাহ। খুঁজেই পাওয়া যাচ্ছিল না তাকে। তখন সমালোচনা করেন অনেকে। তাই বিসিএলের শেষ রাউন্ডে নামার আগে মিডিয়ার কাছে রানে ফেরার আকুলতার কথা বলেছিলেন মাহমুদুল্লাহ, ‘আমি সেঞ্চুরি করতে চাই।’ কথা রেখেছেন। শেষ রাউন্ডে ওয়ালটন কেন্দ্রীয় অঞ্চলের পক্ষে সেঞ্চুরি করেন। এনামুল হক বিজয়ের পারফরম্যান্সও ভালো ছিল। ৫ ইনিংসে ৩৯৭ রান করেন এনামুল। একটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরিও করেন। টেস্ট স্কোয়াডে না থাকলেও রান করেন সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন। তবে ব্যাটসম্যানদের চেয়ে ভালো করেছেন স্পিনাররা। শেষ রাউন্ডে ৯ উইকেট নেন শুভাগত হোম। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামও ভালো বোলিং করেছেন। তবে আল আমিন, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজুদের ঘাম ঝরাতে হয়েছে উইকেট পেতে। যদিও শেষ রাউন্ডে আল আমিন ছয় উইকেট নেন। কিন্তু আলো ছড়ানোর মতো নয়। পেসারদের নিয়েই ললাটে কুঞ্চন ধরেছে টিম ম্যানেজমেন্টের।
শিরোনাম
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
টাইগারদের প্রস্তুতি কেমন হলো
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর