মিরপুর টেস্টের প্রথম দিন ম্যাচের প্রথম ওভারেই হাঁটুতে ব্যথা পান শাহাদাত হোসেন রাজিব। ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বল করতে যেয়ে হুমড়ি খেয়ে পড়েন এই পেসার। এরপর মাঠের বাইরে চলে আসেন। লাঞ্চ বিরতিতে বোলিং কোচ হিথ স্ট্রিককে নিয়ে বোলিং অনুশীলন করতে নেমেই ফের মাটিতে পড়ে যান। সেই পতনে একেবারে মাঠের বাইরে চলে আসেন। এখন তার হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। মেলবোর্ন অর্থোপেডিক হাসপাতালে তার হাঁটুর অস্ত্রোপচারের সম্ভাব্য তারিখ ১ জুন। ভিসা পেতে গতকাল পাসপোর্ট জমা দেন শাহাদাত। ভিসা পেলেই উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ডা. বেরের কাছে চিকিৎসা করাবেন। অবশ্য মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালের হাঁটুর অস্ত্রোপচার করেছিলেন ডা. ডেবিড ইয়াং।