সাবেক ফরাসি তারকা ফুটবলার এবং উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি জোর গলায় ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের পদত্যাগ দাবি করেছেন। আরও অনেকেই ফিফা সভাপতি হিসেবে আর দেখতে চান না ব্ল্যাটারকে। এমনকি ম্যারাডোনা তাকে সরাসরি 'চোর' বলেই ঘোষণা দিয়েছেন। তবে সেপ ব্ল্যাটার শেষ মুহূর্ত পর্যন্ত পদত্যাগে রাজি নন। জুরিখ পুলিশ ফিফা ভাইস প্রেসিডেন্টসহ মোট সাত জনকে দুর্নীতির অভিযোগে আটক করার পর থেকেই ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা সভাপতি নির্বাচন। এ নির্বাচনে ১৯৯৮ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী সেপ ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বিতা করছেন জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন। আজকের এ নির্বাচনে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে ফিফার দুর্নীতি। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার যদিও দুর্নীতির সঙ্গে তার কোনো যোগসাজশ নেই বলে দাবি করেছেন তারপরও ভোটাররা ভোট দেওয়ার আগে নতুন করে ভাববেন এই ঘটনা। মিশেল প্লাতিনিসহ ইউরোপীয়ান ব্লক এরই মধ্যে প্রিন্স আলিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে সেপ ব্ল্যাটার তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন বলেই সমালোচকরা মনে করছেন। এদিকে মিশেল প্লাতিনি গতকাল জুরিখে এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমি তাকে (ব্ল্যাটারকে) পদত্যাগ করতে বলেছিলাম। বলেছিলাম অনেক হয়েছে। তবে তিনি আমাকে জবাব দিয়েছেন, এখন অনেক দেরি হয়ে গেছে।' মিশেল প্লাতিনি তার দীর্ঘদিনের বন্ধু ব্ল্যাটারের এ বক্তব্য মেনে নিতে পারছেন না। মানতে পারছেন না আরও অনেকেই। তবে কি দীর্ঘদিন পর ফিফা সভাপতি পদে আজ নতুন মুখ দেখতে যাচ্ছে ফুটবল দুনিয়া! নির্বাচনের আগে অবশ্য নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।