প্রীতিম্যাচে অংশ নিতে সিঙ্গাপুর ফুটবল দল এখন ঢাকায়। গতকাল রাতে দলটি ঢাকায় এসে পৌঁছায়। ৩০ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকালে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে সফরকারী দল ম্যাচে অংশ নেবে। আজ ম্যাচে নামার আগে সিঙ্গাপুর দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের শেষ প্রস্তুতি সেরে নেবে। ২ জুন একই ভেন্যুতে সাবেক সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আরেকটি প্রীতিম্যাচে অংশ নেবে। মূলত বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের ফুটবলারদের পারফরম্যান্স যাচাই করতে দুটো প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। লোডডিক ক্রইফের প্রশিক্ষণে ধানমন্ডি শেখ জামাল ক্লাব মাঠে প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন এমিলি, মামুনুল, এনামুলরা। গতকাল রাতেই ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হওয়ার কথা। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ ১১ জুন প্রথম ম্যাচে লড়বে কিরজিস্তানের বিপক্ষে। ১৬ জুনের প্রতিপক্ষ জর্ডান। দুটো ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপে অপর দুই প্রতিপক্ষ হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও তাজিকিস্তান।