গ্রেফতার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে ফ্লেচার। স্থানীয় গণমাধ্যম ডোমিনিকা নিউজ অনলাইন তাদের এক প্রতিবেদনে জানায়, ডোমিনিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ডগলাস চার্লস বিমানবন্দর থেকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
ফ্লেচারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। ২৭ বছর বয়সী ফ্লেচার উইন্সল্যান্ড দলের সঙ্গে অনুশীলন শেষে দেশ ছাড়ার পথে গ্রেফতার হন। আজ শুক্রবার তাকে আদালতে হাজির করানো হয়।
এদিকে, ফ্লেচার নির্দোষ বলে আশাবাদ ব্যক্ত করেছেন উইন্সল্যান্ড দলের ম্যানেজার লকহার্ট সেবাস্টিয়ান। তিনি বলেন, 'আমি শেষ অবধি ওকে সমর্থন করে যাব। আমি জানি ও নির্দোষ। ওকে কখনো একা ছাড়বো না, ম্যানেজার হিসেবে এটাই আমার কাজ।'
গ্রেনাডার ফ্লেচার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। এর বাদে ৬০টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৫/শরীফ