ধীরে ধীরে প্রাইভেট কার থেকে নামলেন এক ভদ্র লোক। চোখে রোদচশমা। গায়ে কালো টি-শার্ট, পরনে সাদা প্যান্ট। উচ্ছলতার দৃষ্টিতে তাকালেন গলফ কোর্সের দিকে। তারপর সোজা চলে গেলেন কুর্মিটোলা গলফ ক্লাবের বসুন্ধরা হসপিটালিটি বক্সে। সেখান থেকেই গল্পের ফাঁকে ফাঁকে বার বার তাকাচ্ছিলেন কোর্সের দিকে। এই উৎসুক ভদ্রলোক আর কেউ নন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
পৃথিবীতে গলফ নামে যে একটা খেলা আছে তা স্বাধীন বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল এরশাদের কল্যাণেই। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি থাকাকালীন এরশাদ হাজারো ব্যস্ততার মাঝেও ছুটির দিন শুক্রবার গলফ নিয়ে মেতে থাকতেন। গলফের প্রতি যার এত ভালোবাসা সেই এরশাদ কী আর দেশের মাটিতে অনুষ্ঠিত গলফের মহাউৎসবে না এসে থাকতে পারেন!
গতকাল সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে এসে এরশাদ গলফ উৎসবে পৃষ্ঠপোষকতা করার জন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেছেন। গলফে বাংলাদেশের উন্নতি দেখে তিনি অভিভূত। সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘গলফে বাংলাদেশের উন্নতি দেখে ভালোই লাগছে। এটা অব্যাহত থাকুক।’
কিন্তু এরশাদ ভূয়সী প্রশংসা করলেও কালকের দিনটি বাংলাদেশের গলফারদের জন্য মোটেই ভালো ছিল না। ঘরের কোর্সে দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান খেললেন সবচেয়ে বাজে। তৃতীয় রাউন্ডে ১৮ হোল খেলতেই পারের চেয়ে চার শট বেশি নিয়েছেন। সব মিলে পারের চেয়ে ছয় শট বেশি খেলে যৌথভাবে ৬৪তম স্থানে রয়েছেন সিদ্দিকুর।
তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পাওয়া ছয় বাংলাদেশি গলফারের মধ্যে সবার শেষে রয়েছেন তিনি। সিদ্দিকুরের চেয়ে ভালো করেছেন অ্যামেচার গলফার দিল মোহাম্মদও। পারের চেয়ে মোট তিন শট কম খেলে যৌথভাবে ৪৮তম অবস্থানে তিনি।
তবে শিরোপার স্বপ্ন এখনো জিইয়ে রেখেছেন দুলাল হোসেন। যদিও কালকের দিনটি তার ভালো যায়নি। পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট পাঁচ শট কম খেলে ভারতের ওম প্রকাশ ও কোরিয়ার হাং জং লির সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন। শীর্ষে থাকা সিঙ্গাপুরের গলফার মারদান মামতের সঙ্গে তার সাত ‘আন্ডার পারে’র ব্যবধান। অলৌকিক কোনো ঘটনা না ঘটলে এই টুর্নামেন্টে মামতকে টপকে অন্য কারও পক্ষে শিরোপা জয় করা কঠিন। কেননা দ্বিতীয় অবস্থানে থাকে ভারতীয় গলফার কলিন জোসির সঙ্গেও তার তিন আন্ডার পারের ব্যবধান।
আগের রেকর্ড আট ‘আন্ডার পার’ খেলে শিরোপা জয়ের ভালো সম্ভাবনা জাগিয়ে ছিলেন দুলাল। কিন্তু কাল তার শুরুটাই হয় প্রচণ্ড বাজেভাবে। পাঁচটি ‘বার্ডি’ পেলেও দুই করে ‘বগি’ ‘ডাবল বগি’ পাওয়ায় স্বপ্নটা ধূসর হয়ে যায়। যদিও অনিশ্চিয়তার খেলা গলফ সম্পর্কে আগে থেকেই কিছু বলা যায় না। কেননা মারদান মামতসহ দুলালের সামনে থাকা গলফার যদি আজ খারাপ খেলেন, আর দুলাল আরেকবার চমক দেখান, তাহলেই তো হয়ে যাবে বাজিমাৎ!
ভাবনাটা গাঁজাখুরি গল্পের মতো মনে হলেও অসম্ভব কিন্তু নয়! কেননা এর আগে বেশ কয়েকবার তৃতীয় রাউন্ড পর্যন্ত শীর্ষে থেকেও শিরোপা-বঞ্চিত হয়েছিলেন সিদ্দিকুর। তাই মামত, জোসি, লি-রাও যে খারাপ করবেন না তা তো বলা যায় না। আর ঘরের কোর্সে দুলালও যে নিজেকে ছাড়িয়ে যেতে পারেন সেটাও স্বাভাবিক! সব সম্ভাবনাকে যোগ করলে মনে হবে আশার বাতিটা জ্বলছে টিম টিম করে। কিন্তু এক ও দুইয়ে থাকা মামত-জোসি যেভাবে আত্মবিশ্বাসের সুরে কথা বললেন তাতে দুলালের সম্ভাবনাকে রূপকথার গল্পের মতোই মনে হবে! ভাবতে ভালো লাগলেও বাস্তবে তার কোনো স্থান নেই।
মারদান মামতের ভাষ্য- ‘আমি বুঝতে পারছি শিরোপার খুব কাছে চলে গেছি। তবে আমি খুবই সাবধান। আরও এক দিন বাকি আছে। এই সুযোগটা হাতছাড়া করতে চাই না।’
কলিন জোসি বলেন, ‘সত্যিই আমি অভিভূত। প্রথম দিন খুব একটা সুবিধা করতে না পারলেও পরের দুই দিন আমি ভালো করেছি। বলব না আমি শিরোপা জিততে পারব। তবে শেষ পর্যন্ত চেষ্টা করব।’
তবে আগের দুই দিনের চেয়ে গতকাল অনেক ভালো করেছেন বাংলাদেশের আরেক গলফার সাখাওয়াত হোসেন সোহেল। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছেন তিনি। সব মিলে পারের সমান শট খেলে যৌথভাবে ২৫তম অবস্থানে রয়েছেন তিনি। অথচ এই কুর্মিটোলা গলফ কোর্সে ১৯ আন্ডার পার খেলার রেকর্ড রয়েছে সোহেলের। এ ছাড়া নুর জামাল ৫৪ এবং ৬৪তম অবস্থানে সজীব আলী।
শিরোনাম
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
বসুন্ধরা বাংলাদেশ ওপেন
স্বপ্ন টিকে আছে দুলালের
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর