বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশে প্রথমবারের মতো গলফে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এমন আসরে এরশাদকে দেখা যাবে না তা কি হয়? বাংলাদেশে গলফ পরিচয় লাভ করে মূলত তারই কারণে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সময় পেলেই নেমে পড়তেন গলফ কোর্সে। বয়স হলেও এখনো মাঝেমধ্যে নেমে পড়েন গলফ খেলতে। গলফ তার প্রিয় খেলা। সুতরাং এশিয়ান ট্যুর এড়িয়ে যাবেন কীভাবে? গতকাল বসুন্ধরা বাংলাদেশ ওপেনের তৃতীয় দিনে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সকালে কুর্মিটোলা গলফ কোর্সে হাজির হন। বেশ কিছুক্ষণ গলফারদের খেলা উপভোগ করেন। বসুন্ধরা হসপিটালিটি বক্সে খেলা দেখার সময় তিনি সাংবাদিকদের জানান, এত বড় প্রতিযোগিতা দেখতে ছুটে এলাম। বাংলাদেশে গলফ এগিয়ে যাচ্ছে দেখে ভালোই লাগছে। বিশেষ করে তিনি দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 'বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশে প্রথমবারের মতো এশিয়ান ট্যুরের আসর অনুষ্ঠিত হচ্ছে। গলফ ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আমার বিশ্বাস, গলফে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে।'