ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোতে একের পর এক নাটকের দেখা মিলছে। এতদিন মিডিয়ার কল্যাণে প্রায় সবাই ভাবতে বসেছিল, বার্সেলোনার স্প্যানিশ তারকা পেদ্রো রদ্রিগেজ বুঝি ম্যানচেস্টার ইউনাইটেডেই যাচ্ছেন। দিন কয়েকের মধ্যে চুক্তি হবে বলেও ভেবেছিলেন অনেকে। কিন্তু সব কল্পনাকে পেছনে ফেলে বার্সেলোনার এই স্প্যানিয়ার্ড যোগ দিতে চলেছেন ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন হোসে মরিনহোর চেলসিতে।
গতকাল ইংলিশ মিডিয়ায় এ খবর প্রায় সত্য বলেই প্রচারিত হয়েছে। ৩২.৯ মিলিয়ন ডলারের বিনিময়ে তিনি বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। পেদ্রোকে দলে পাওয়ার জন্য এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশাপাশি চেষ্টায় ছিল ম্যানচেস্টার সিটিও। তবে সবাইকে কাচকলা দেখিয়ে তাকে দলে নিয়ে নিল চেলসি! অবশ্য চূড়ান্ত আলোচনার জন্য পেদ্রো যাচ্ছেন লন্ডন। সেখানেই হয়তো চুক্তিটা হয়ে যাবে দুই পক্ষে!