মহেন্দ্র সিং ধোনির মাথায় জুড়ল আরও একটা পালক। সেনার সম্মাননীয় লেফটেন্যান্ট কর্নেল আগ্রায় ১,২৫০ ফিট উচ্চতা থেকে সফলভাবে করলেন প্রথম প্যারাশুট জাম্প। দু সপ্তাহ ধরে সেনাবাহিনীর প্রশিক্ষণ নেওয়ার পর, বুধবার ভারতীয় বায়ুসেনার এয়ারক্র্যাফ্ট থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন ভারতের ক্যাপ্টেন কুল।
৫ অগাস্ট সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে যোগ দেন ধোনি। এই প্রশিক্ষণ শিবির চলাকালীন তাঁকে পাঁচটি প্যারাশুট জাম্প করতে হবে বলে জানানো হয়েছিল। তারই প্রথমটি সফলভাবে সম্পূর্ণ করেছেন এই ক্রিকেটার। তিনি বায়ুসেনার AN32 এয়ারক্র্যাফ্ট থেকে ঝাঁপ দেন। আকাশে ভাসতে ভাসতে নেমে মাটি স্পর্শ করেন আগ্রার কাছে মালপুরা ড্রপিং জোনে। ১,২৫০ ফিট উচ্চতা থেকে ঝাঁপিয়ে ভূপৃষ্ঠ ছুঁতে ধোনির সময় লাগে ৭০ সেকেন্ড।
স্বাধীনতা দিবসের সময়ও তিনি এই প্রশিক্ষণ শিবিরে ছিলেন। ১৫ অগাস্টের আগের রাতে সেনার পোশাকেই #saluteselfie লেখা ছবি পোস্ট করেন ধোনি।
প্যারাজাম্পারের স্বীকৃতি পেতে ১০,০০০ ফিট উচ্চতা থেকে আরও চারটি প্যারাশুট জাম্প করতে হবে ধোনিকে। তার মধ্যে একটি ঝাঁপ দিতে হবে রাতের অন্ধকারে।
বিডি-প্রতিদিন/ ২০ আগস্ট ১৫/ সালাহ উদ্দীন