ভারতের সঙ্গে শিক্ষাবিষয়ক সম্পর্ক আছে অস্ট্রেলিয়ার। আর ভারত-অস্ট্রেলিয়া শিক্ষা সম্পর্ক জোরদার করতে অস্ট্রেলিয়ান সরকার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টকে দেশটির প্রথম শিক্ষা দূত হিসেবে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার শিক্ষা ও অনুশীলন মন্ত্রী ক্রিস্টোফার পাইন এই ঘোষণা দিয়েছেন। ঘোষণাটি এলো ২৪ আগস্ট নয়া দিল্লিতে অনুষ্ঠেয় তৃতীয় অস্ট্রেলিয়া-ভারত শিক্ষা পরামর্শ বৈঠকের আগে।
ক্রিস্টোফার পাইন বলেন, 'অস্ট্রেলিয়া-ভারত শিক্ষা দূত হিসেবে অ্যাডাম গিলক্রিস্টের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত আমি। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার দ্বিজাতি শিক্ষা সম্পর্ক জোরদার করতে অ্যাডাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাতে নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার উচ্চমানের শিক্ষা দেয়ার বিষয়টিও। ভারতের মানুষ অ্যাডামকে ক্রিকেট গ্রেট হিসেবে জানে। মাঠের ভেতর ও বাইরে সততার উদাহরণ অ্যাডাম।'
গিলক্রিস্ট এই দায়িত্বকে অনেক বড় করেই দেখছেন। তিনি রোমাঞ্চিত দায়িত্বটা পেয়ে। নতুন ভূমিকার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। বলেন, 'দুই দেশের শিক্ষা বিষয়ক সম্পর্ক জোরদার করতে সহায়তা করার জন্য আমাকে বেছে নেয়ায় সম্মানিত বোধ করছি। গেলো সাত বছর ধরে অস্ট্রেলিয়ার সেরা রিসার্চ বিশ্ববিদ্যালয়ে দূত হিসেবে কাজ করছি। আধুনিক ভারতের উন্নতির জন্য শিক্ষাই প্রথম ধাপ বলে মনে হয়েছে আমার।' গিলক্রিস্ট আরো বলেন, 'ভারতে ক্রিকেট ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছি। সেখানে বুঝতে পেরেছি অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের জোরটা। এই সম্পর্কে আরো কিছু দিতে চাই ভারতের প্রথম শিক্ষা দূত হিসেবে।' আগামী সপ্তাহে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় শিক্ষাবিষয়ক বৈঠকে মন্ত্রী পাইনের সঙ্গী হিসেবে থাকবেন গিলক্রিস্ট।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট ২০১৫/শরীফ