সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টানা সফলতার পেছনে বড় ভূমিকা রয়েছে টাইগার ওপেনার সৌম্য সরকারের। বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে না পারলেও পরবর্তীতে নিজের ভয়ডরহীন স্বভাবসুলভ ব্যাটিং করে দলতে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন সাতক্ষীরার এই ব্যাটসম্যান। চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী বিশ্বের শীর্ষ ১০ ব্যাটসম্যানদের তালিকায় উঠে ওঠে এসেছেন এই ওপেনার।
সেরা দশের প্রথমে আছেন, ২৪ ম্যাচে ১২৭০ রান করা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এরপর উইলিয়ামসনের স্বদেশী মার্টিন গ্যাপটিল (১১৪৯) রস টেইলর (১০৪১), শ্রীলঙ্কার তিলকারাত্নে দিলশান (১০০৩), দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা (৯২১), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৮৬২), নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট (৮২৬), দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৭৪০), নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (৭০৯) ও বাংলাদেশের সৌম্য সরকার (৬৭২)।
উল্লেখ্য, সৌম্য সরকার এবছর ১৫টি ওয়ানডেতে ৫১.৬৯ গড়ে রান করেছেন ৬৭২, যেখানে আছে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি। তালিকায় থাকা সেরা দশের মধ্যে এবি ডি ভিলিয়ার্সের ইনিংস ১৩। বাকি সবাব সৌম্যের থেকে বেশি ইনিংস খেলেছেন।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৫/মাহবুব