ঘরোয়া ফুটবলে আগের মতো দর্শক নেই। কিন্তু উত্তেজনা কি শেষ হয়ে গেছে? আগে প্রিমিয়ার লিগে মোহামেডান না আবাহনী চ্যাম্পিয়ন হবে, এ নিয়ে মাঠে বল গড়ানো মাত্রই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে যেত। এখন অবশ্য সে উত্তাপ নেই তার পরও লিগকে ঘিরে আকর্ষণ থাকছেই। কালের বিবর্তনে মোহামেডান ও আবাহনীর দাপট অতীতই বলা যায়। পেশাদার লিগ শুরুর পর আবাহনী চারবার শিরোপা জিতলেও মোহামেডানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গত কয়েক মৌসুমে আবাহনীকেও আবাহনীরূপে দেখা যাচ্ছে না। কোনোমতে দল গড়ে তারা মাঠে নামছে। যাদের ম্যাচ ঘিরে পুরো বাংলাদেশ কাঁপত, সেই মোহামেডান-আবাহনীর রুগ্ন চেহারা ভাবাই যায় না। এতটা খারাপ অবস্থা যে এখন দুই দলের ম্যাচে গ্যালারি থাকে প্রায় ফাঁকা। একসময় ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স এমনকি অফিস দল বিজেএমসির দাপট ছিল তুঙ্গে। বর্তমান পেশাদার লিগে বিজেএমসি খেললেও ভিক্টোরিয়া ও ওয়ান্ডারার্সের দাপট যেন চিরতরে হারিয়ে গেছে।
ঘরোয়া ফুটবলে এখন পেশাদার লিগই সেরা আসর। যারা চ্যাম্পিয়ন হয় তারাই দেশসেরা দলের খেতাব পেয়ে যায়। সত্যি বলতে কি, এ লিগের জোয়ার বা আকর্ষণ যেটাই বলি না কেন শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ঘিরেই। মান ও জনপ্রিয়তা কমে যাওয়ায় কেউ এখন ফুটবলের পেছনে অর্থ খরচ করতে চান না। এ জন্য মোহামেডান ও আবাহনীতে সেভাবে তারকা খেলোয়াড়ের দেখা মিলছে না। এ ক্ষেত্রে শেখ রাসেল ও শেখ জামাল সত্যিই ব্যতিক্রম। ক্রিকেটের জোয়ারের মধ্যেও দুই দল ফুটবলের পেছনে অঢেল অর্থ খরচ করছে। তাই তারকা ফুটবলারদের ঠিকানা মানেই শেখ রাসেল আর শেখ জামাল।
বেশ কজন সাবেক ফুটবলার বলেছেন, ফুটবল শেষ হয়ে যেত যদি শেখ রাসেল ও শেখ জামাল এগিয়ে না আসত। দুই দল টাকা খরচ করছে বলে পেশাদার লিগে উত্তেজনা টিকে আছে। শুধু লিগ কেন, ফুটবলাররাও এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এমন দুর্দিনেও দুই দল পারিশ্রমিক হিসেবে কোটি কোটি টাকা ব্যয় করছে। তা না হলে ফুটবলাররা হতাশায় শেষ হয়ে যেত। শক্তিশালী দল গড়ছে বলে শিরোপা ও রানার্স-আপের লড়াই তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। উত্তেজনা বা উত্তাপ যতটুকু আছে তা শুধু শেখ রাসেল-শেখ জামালকে ঘিরেই।
গত মৌসুমে ট্রফিহীন থাকায় শেখ রাসেল এবার দেশসেরা খেলোয়াড় নিয়ে দল গঠন করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে লিগে শিরোপা জিততে পারেনি। রানার্স-আপ হয়ে লিগ শেষ করেছে তারা। শক্তিশালী দল গড়ার পর চ্যাম্পিয়ন হতে না পারলে ক্লাব আর খেলোয়াড়দের খোঁজখবর রাখে না। বকেয়া পেমেন্ট চাইতে গেলে তুচ্ছতাচ্ছিল্য করে খেলোয়াড়দের বের করে দেওয়ার মতো লজ্জাকর ঘটনাও ঘটেছে। কিন্তু শেখ রাসেল ক্রীড়াচক্র বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। রানার্স-আপ দলের খেলোয়াড়দের উৎসাহিত করার ঘটনা কখনো ঘটেনি। এবার শেখ রাসেল পেশাদার লিগে রানার্স-আপ হওয়ার পর দিনই খেলোয়াড় ও কর্মকর্তারা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে ট্রফি নিয়ে দেখা করতে যান। সেদিনই রানার্স-আপ হওয়ার জন্য ২৫ লাখ টাকার বোনাস ঘোষণা দেন ক্লাব চেয়ারম্যান। এটা ঠিক, চ্যাম্পিয়ন হওয়ার পর অনেক ক্লাব খেলোয়াড়দের উৎসাহিত করতে বোনাস দিয়েছে। কিন্তু রানার্স-আপ দলকে বোনাস, স্বপ্নেও ভাবা যেত না। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন ক্রীড়াপ্রেমিক ক্লাব চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এতে শুধু শেখ রাসেলের খেলোয়াড়রা অনুপ্রাণিত হননি, রানার্স-আপের বোনাস মানি ঘোষণা ক্রীড়াঙ্গনে আলোড়ন তুলেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ছাইদ হাসান কানন বলেন, ফুটবলাররা ব্যর্থ হলেই শুধু তিরস্কার করা হতো। কিন্তু শেখ রাসেল এবার রানার্স-আপ হয়ে যা করল তাতে ভালো খেলার ব্যাপারে খেলোয়াড়দের উৎসাহ বাড়িয়ে দিল। শেখ রাসেলের বোনাসে শুধু তাদের ফুটবলাররাই উৎসাহিত হবেন না, বাংলাদেশ ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করবে।
ঘুরে ফিরে এখন ফুটবলে শেখ রাসেল ও শেখ জামালকে নিয়েই আলোচনা। শক্তিশালী দল গড়ে শেখ জামাল এবারও লিগে চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে তারা তিনবার লিগ জিতল। ২০১০ সালে নতুনভাবে আবির্ভূত হওয়ার পর শেখ জামাল যেভাবে এগিয়ে যাচ্ছে, তা সত্যি প্রশংসনীয়। এএফসি কাপ বাছাই পর্বেও চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। আগে দেশের ফুটবল বলতে মোহামেডান-আবাহনীকেই বোঝাত। সময় এখন পাল্টে গেছে। ঘরোয়া ফুটবলে সব উত্তেজনা বা আকর্ষণ এখন শেখ রাসেল ও শেখ জামালকে ঘিরেই। বলা যায়, দেশের ফুটবল বেঁচে আছে তাদেরই বদৌলতে। সামনের মৌসুমেও শেখ রাসেল শক্তিশালী দল গড়ার সিদ্ধান্ত নিয়েছে। শেখ জামালও সে পথে এগোচ্ছে। অন্যদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। দুই প্রধান বা চিরপ্রতিদ্বন্দ্বী দল মানে মোহামেডান-আবাহনীকেই বোঝাত। এখন আর সে অবস্থা নেই, ফুটবলে জোয়ার তুলেছে শেখ রাসেল ও শেখ জামালই।
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
জোয়ার এখন জামাল-রাসেল ঘিরেই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর