ছেলের চিকিৎসার জন্য টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখন সিঙ্গাপুরে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দুই তারকা ক্রিকেটারকে ছাড়া বিসিবির এলিট ক্রিকেটারদের নিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্পের আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে। এজন্য ২৭ ক্রিকেটারকে চূড়ান্ত করেছে বিসিবি। ক্যাম্প চলবে জাতীয় ক্রিকেট দলের ট্রেনার মারিও ভিলাভারায়নের তত্ত্বাবধানে।
ক্যাম্পের প্রথম দুই সপ্তাহ শুধু ফিটনেস বাড়ানোর কাজ চলবে। কোচ চন্ডিকা হাতুরাসিংহেসহ অন্য কোচিং স্টাফরা ছুটিতে থাকায় ক্যাম্পে থাকছেন না। হাতুরা আসবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এক মাসের ক্যাম্পের শেষ সময় ক্রিকেটারদের দুই ভাগে বিভক্ত করা হবে। এক ভাগে থাকবে জাতীয় দল এবং অন্যভাগে বাংলাদেশ 'এ'। ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে 'এ' দল। 'এ' দল দক্ষিণ আফ্রিকা সফরে দুটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ এবং জিম্বাবুয়ে সফরে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে। দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায আসছে স্টিভ স্মিথের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
কন্ডিশনিং ক্যাম্পের ২৭ ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও আল আমিন হোসেন।
ওয়ানেডে জানুয়ারির আগে কোনো ম্যাচ নেই। টি-২০ প্রস্তুতির জন্য কোনো পরিকল্পনা আছে কিনা?