সাত বছর আগে বেজিংয়েই উত্থান উসাইন বোল্টের। বেজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। সেই বেজিংয়ে আবার পা রাখছেন জ্যামাইকান এই স্প্রিন্টার। এবার এসেছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। বেজিংয়ের বার্ড নেস্টে কাল শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। জ্যামাইকার হয়ে প্রতিযোগিতায় অংশ নিবেন বিশ্বরেকর্ডের মালিক উসাইন বোল্ট। বোল্ট অংশ নিলেও তাকে ১০০ মিটার স্প্রিন্টে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মার্কিন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। মার্কিন স্প্রিন্টারের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বোল্টও। বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বোল্ট ১০০ মিটার দৌড় শেষ করেন ৯.৫৮ সেকেন্ডে। যা বিশ্বরেকর্ড। এ বছর তার ধারেকাছেও নেই তার ফর্ম। বছরের সেরা সময় আবার গ্যাটলিনের। গ্যাটলিন এবার ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন ৯.৭৪ সেকেন্ডে। তাই চ্যালেঞ্জ জানাতেই পারেন গ্যাটলিন। কিন্তু চিন্তিত নন বোল্ট।