ভারতের জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। এ লক্ষ্যে বিয়ের প্রথম ধাপ বাগদান মানে অাংটি বদল সেরেছেন তিনি। গতকাল রাজকুটের এক ব্যবসায়ীর মেয়ে রিভাবা সোলানকির সঙ্গে আংটি বদল হয়েছে তার। রাজকুটের হোটেল 'জাদ্দুস'এ একান্ত ঘরোয়া পরিবেশে জাদেজা ও সোলানকির বাগদান সম্পন্ন হয়। তবে কখন তারা মালা বদল করবেন তা এখনো ঠিক হয়নি। শিগগিরই এ ব্যাপারে ঘোষণা আসতে পারে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
জাদেজার বাগদত্তা সোলানকি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি রাজকুটের আতমিয়া কলেজ থেকে ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করেন। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। সোলানকির মা প্রফুল্লবা সোলানকি ভারতীয় রেলওয়ে বিভাগে চাকরি করছেন। আর বাবা স্থানীয় ব্যবসায়ী। জাদেজার বোন নায়না তার ভাইয়ের বাগদানের কথা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ