ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল'র আসন্ন নবম আসরের জন্য অন্যান্য খেলোয়াড়দের মধ্যে আজ ৮ জন মারকুটে খেলোয়াড়ের নিলাম চলছে। এতে সবচেয়ে বেশি দামে বিক্রয় হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি তাকে ৯.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। এর আগের আসরে ২ বছরের নিষেধাজ্ঞায় থাকা রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন বিশ্বের শীর্ষ এই অলরাউন্ডার। অার ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে ৭ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দারাবাদ। ভারতীয় পেসার আশীষ নেহরাকেও ৫.৫ কোটি রুপিতে দলটি কিনে নিয়েছে।
আজকের নিলামে অারো যেসব ক্রিকেটার বিক্রি হলেন তাদের মধ্যে আছেন দক্ষিণ অাফ্রিকার ডেল স্টেইন। ২ কোটি ৩০ লাখ রুপিতে টুর্নামেন্টের নতুন দল 'গুজরাট লায়ন্স' তাকে ২ কোটি ৩০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে। একই টিম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডোয়াইন স্মিথকে ২ কোটি ৩০ লাখ রুপিতে ক্রয় করেছে। ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকে ৩.৫ কোটি রুপিতে কিনেছে নতুন দল 'রাইজিং পুনে সুপার জায়ান্টস'। একই দল ৩ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে ভারতীয় বোলার ইশান্ত শর্মাকে।
আইপিএল'র নবম আসরের জন্য মুম্বাইয়ে এ নিলাম চলছে। এতে মোট ৩৫১ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ২৩০ জন। অার ১২১ জন হচ্ছেন বিদেশি ক্রিকেটার। এবার আসরের নতুন দুটি দল হচ্ছে 'গুজরাট লায়ন্স' ও রাইজিং পুনে সুপার জায়ান্টস'। দুর্নীতির কারণে এর আগের আসরগুলোর দুটি দল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস'কে ২ বছরের জন্য টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল'র নবম আসর যা চলবে ২৯ মে পর্যন্ত। সূত্র : টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ