ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। সৌদি আরবের জেদ্দার বাসিন্দা সাফা বেগকে [২১] তিনি বিয়ে করেছেন। পবিত্র শহর মক্কার হারাম শরীফে গত বৃহস্পতিবার তাদের এ বিয়ে সম্পন্ন হয় বলে ইরফান পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়। বিয়েতে ইরফানের বড় ভাই ইউসুফ পাঠানও উপস্থিত ছিলেন। গত দুই বছর ধরে ইরফান ও সাফার মধ্যে সম্পর্ক চলছিল বলে খবরে বলা হয়। টুইটারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া একথা জানায়।
সূত্রটি জানায়, প্রায় ২ বছর আগে দুবাইয়ে ইরফান ও সাফার প্রথম সাক্ষাৎ হয়। এরপর তারা কাছাকাছি আসেন। এমনকি সাফা গুজরাটের ভাদোদারায় অবস্থিত ইরফানের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। প্রায় তিন মাস আগে তাদের বাগদান হয়। এরপরই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।
সাফা জেদ্দার আজিজিয়া শহরে বড় হন। সেখানকার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেছেন তিনি। মির্জা ফারুক বেগের মেয়ে সাফা পেশায় মডেল ছিলেন। তবে তিনি এখন জেদ্দাস্থ একটি পিআর ফার্মে কাজ করছেন। নেইল আর্টিস্ট হিসেবেও সেখানে তার জনপ্রিয়তা রয়েছে।
এদিকে, সূত্রটি জানায়, গতকাল রাতেই ইরফান ও তার পরিবারের ভারতে ফিরে আসার কথা ছিল। তবে সাফা অার কয়েকদিন পর শ্বশুরবাড়ি আসবেন। আগামী মাসে একটি বড় ধরনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা রয়েছে ইরফানের।
বিডি-প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ