ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নবম আসরে বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে এক কোটি ৪০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা) দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
এর আগে, ভারতের তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংকে ৭ কোটি রুপিতে কিনেছে সানরাইজার্স হায়দারাবাদ। এছাড়া ভারতীয় পেসার আশীষ নেহরাকেও ৫.৫ কোটি রুপিতে কিনে নিয়েছে দলটি।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব