ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে প্রায় দেড় কোটি রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল পেলে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ।
এর আগে, অবশ্য কলকাতা নাইট রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগেই দলে রেখে দিয়েছে। তিনি কয়েক মৌসুম ধরেই এই দলটির হয়ে খেলছেন। ফলে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নবম আসরে দেখা যাবে সাকিব-মুস্তাফিজকে।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব