প্রথম ম্যাচে ৫১ বলে ৫১ রানের চমৎকার এক ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। যদিও অনেকের মনে হতে পারে টি-টোয়েন্টিতে এ আবার কি এমন চমৎকার ইনিংস। কিন্তু দূত উইকেটের পতন ঘটায় তামিমকে ওই দিন দায়িত্ব নিয়ে ব্যাট করতে হয়েছিল। তবে ম্যাচ সেরার পুরস্কার পাননি তিনি। দিনের প্রথম ম্যাচে অবশ্য করাচির জয়ে ম্যাচ সেরা হয়েছিলেন বন্ধু সাকিব আল হাসান। তাই আক্ষেপ থাকতে পারে তামিমেরও। দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা সেই আক্ষেপ মিটে গেছে তার। এদিন ব্যাটিংয়ের শুরু থেকে আগ্রাসী দেখ গেছে এই বাঁহাতি ওপেনারকে। তাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন তামিম। তার দল পেশোয়ার জালমিও পেয়েছে টানা দ্বিতীয় জয়।
শনিবার রাতে তামিমের অপরাজিত ৫৫ ও মোহাম্মদ হাফিজের ৪৩ রানের সুবাদে লাহোর কালান্দার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। দলের জয়ে বোলার মোহাম্মদ আসঘারের অবদানও কম নয়। তার দারুণ বোলিংয়ে লাহোরকে ১১৭ রানেই বেঁধে ফেলে পেশোয়ার। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন আসঘার।
মাত্র ১১৮ রান তাড়া করতে নেমে পেশোয়ারকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ হাফিজ। দু'জন মিলে ৬৮ বলে ৯৫ রান তোলেন। ৪৩ রান করে হাফিজ ফিরে গেলেও ৪৭ বলে ৭ চারের সাহায্যে ৫৫ রানে হার না মানা ইনিংস খেলে ম্যাচের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার। হাফিজের ৩৭ বলের ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কার মার।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব