মাহফুজা আক্তার শিলার হাত ধরে ভারতে চলমান এসএ গেমসে তৃতীয় স্বর্ণ পেল বাংলাদেশ। সোমবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন তিনি। রেকর্ড ৩৪.৮৮ সেকেন্ড সময় নিয়েছেন বাংলাদেশের এ সাঁতারু। এর আগে রবিবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছিলেন শিলা।
১৯৯৭ সালে শ্রীলঙ্কার রহিমা মাইউমি ৩৪.৯৭ সেকেন্ডে স্বর্ণ জয় করেছিলেন।
তার রেকর্ড ভেঙে নতুন টাইমিং স্থাপন করলেন বাংলাদেশের নারী সাঁতারু শিলা। বাংলাদেশ সর্বশেষ ২০০৬ সালে সাঁতারে স্বর্ণ জিতেছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ