২০১৭ সালের প্রমীলা ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। এবারকার আসর বসবে ইংল্যান্ডে। আর এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে।
ইংল্যান্ডের ডার্বিশায়ার, গ্লোচেস্টারশায়ার, লিয়েস্টাশায়ার ও সমারসেটে প্রমীলা বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২৬ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত চলা এ টুর্নামেন্টে অংশ নিবে আটটি দল।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ