সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে অনুষ্ঠিত ৫ ম্যাচ ওডিঅাই সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার কুইন্টন ডে কক ও হাশিম আমলার সেঞ্চুরির উপর ভর এত বড় জয় পায় স্বাগতিকরা। জয়ের জন্য নির্ধারিত ৩১৯ রান ৩ উইকেট হারিয়ে ২২ বল হাতে রেখেই তুলে নেয় স্বাগতিকরা। এর অাগে প্রথমে ব্যাট করে ইংলিশরা ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে। জো রুট দলের হয়ে সর্বোচ্চ ১২৫ রান করেন।
স্বাগতিকদের হয়ে কুইন্টন ডে কক ১৩৫ রান ও আমলা করেন ১২৭ রান। সিরিজে ককের এটা দ্বিতীয় সেঞ্চুরি।
তৃতীয় ম্যাচে জয়ের মধ্য দিয়ে সিরিজে টিকে রইলো প্রোটিয়ারা। আগামী ১২ ফেব্রুয়ারি জোহানেসবার্গে চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ