বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফের পর্দা উঠলো বসুন্ধরা বাংলাদেশ ওপেনের। এটি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। আজ বুধবার সকালে কুর্মিটোলা গলফ কোর্সে এবারের আসরের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ।
বাংলাদেশর গলফার মো. ফরহাদ, সিঙ্গাপুরের কো ডেং শ্যান ১ নম্বর হোল থেকে টি অফ করলে টুর্নামেন্টে দিনের প্রথম সেশনের খেলা শুরু হয়। প্রথম সেশনে বাংলাদেশের হয়ে আরও খেলবেন মো. জীবন আলী, মো. মিলন আহমেদ, মো. আব্দুল মতিন, মো. সাইয়ুম ও কাওসার হোসেন।
দেশসেরা গলফার সিদ্দিকুর খেলা শুরু করবেন দিনের দ্বিতীয় সেশনে। বেলা ১২টা ২৫ মিনিটে ৮ নম্বর হোল থেকে শুরু করবেন তিনি।
৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টেবিশ্বের ৩৫টি দেশের ১৩৮ জন গলফার অংশ নেবেন। গত আসরের চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের গলফার মারদান মামত এবার আসতে পারেননি বাবার অসুস্থতার কারণে।
এশিয়ান ট্যুরের এ আসরে সিদ্দিকুর রহমানসহ বাংলাদেশের মোট ৩১ জন গলফার অংশ নেবেন। এর আগে ২০১৬ সালের মে মাসে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম আসর বসেছিল। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিঙ্গাপুরের মারদান মামাত।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা