দ্বাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে চুতর্থ স্বর্ণ এনে দিলেন শ্যুটার শাকিল আহমেদ। বুধবার সেনাবাহিনীর এই শ্যুটার ৫০ মিটার ফ্রি পিস্তল শ্যুট-অফে স্বর্ণ জেতেন।
এর আগে, দ্বাদশ এসএ গেমসে মাবিয়া আক্তার সীমান্ত ভারোত্তোলন থেকে দেশকে প্রথম স্বর্ণ এনে দেন। আর দেশের হয়ে দ্বিতীয় ও তৃতীয় স্বর্ণ জিতেছেন নারী সাঁতারু মাহফুজা আক্তার শিলা।
শ্যুটিংয়ের এই ইভেন্টে শ্যুট-অফে উঠেছিলেন শাকিল আহমেদ, আনোয়ার হোসেন ও মহেন্দ্র কুমার। তবে স্বর্ণ জয়ের প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত জয় শাকিলের। ১৮৭.৬০ স্কোর করে স্বর্ণ জেতেন তিনি।
শাকিলের পাশাপাশি আনোয়ার ও মহেন্দ্র ভালো খেলতে পারলে দলগত স্বর্ণও লেখা হতে পারত বাংলাদেশের নামে। তবে আনোয়ার ষষ্ঠ ও মহেন্দ্র অষ্টম হওয়ায় এই ইভেন্টে দলগত পর্যায়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব