আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক সেমিফাইনালে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগার যুবারা নির্ধারিত ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে তুলেছে ২২৬ রান। ফলে জয়ের জন্য ক্যারিবীয়দের টার্গেট দাঁড়িয়েছে ২২৭ রান। শেষ খবর পর্যন্ত ক্যারিবীয়রা ১৫ ওভার শেষে ২ উইকেটে ৯২ রান তুলেছে।
বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ সর্বোচ্চ ৬০ রান করেন। অার জয়রাজ শেখ করেন ৩৫ রান। আজকের ম্যাচ জিততে পারলে টাইগাররা মিরপুরে ইতিহাস রচনা করবে। তবে তার আগেই ইতিহাস স্পর্শ করেছে মেহেদি হাসান মিরাজের দল। কারণ, এর আগে বাংলাদেশের যুবাদের কোনো দল বিশ্বমঞ্চের সেমিফাইনালে খেলেনি। ফাইনালে পৌঁছালে সেটি হবে বাংলাদেশের ক্রিকেটে বড় অর্জনগুলোর আরেকটি।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ