অনিশ্চয়তার খেলা ক্রিকেট। তাই বলে এতো অনিশ্চয়তা! ২০ ওভারে যেখানে ২০০ রান সম্ভব সেখানে মাত্র ২০ বলে অলআউট! আর স্কোর বোর্ড ‘০’!
অবাক হলেও ঘটনা সত্যি। ইংল্যান্ডের কেন্টারবুরিতে একটি ইনডোর ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় ব্যাপচাইল্ড ক্রিকেট ক্লাব ও ক্রাইস্ট চার্চ বিশ্ববিদ্যালয় দল। ক্রাইস্ট চার্চ সংগ্রহ ১১৯ রান। এই রান তাড়া করতে নেমে ব্যাপচাইল্ডের কোনো ব্যাটসম্যান একটি রানও করতে পারেননি। এমন কি অতিরিক্ত থেকেও কোনো রান আসেনি। মাত্র ২০ বলে (৩.২ ওভার) অলআউট ১০ জন ব্যটসম্যান!
এমন অবাক করা তথ্য বিবিসি’কে নিশ্চিত করেছে ইংল্যান্ডের ওয়েলস ক্রিকেট বোর্ড।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন