সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওডিআই সিরিজের জোহানেসবার্গে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে ১ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে সিরিজে সমতা আনলো প্রোটিয়ারা। টসে হেরে প্রথমে ব্যাট করে সফরকারীরা ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে। জো রুট সেঞ্চুরি [১০৯] ও হেলইস ৫০ রান করেন।
জয়ের জন্য ২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৪৭.২ ওভারেই ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। প্রোটিয়াদের হয়ে মরিস সর্বোচ্চ ৬২ রান করেন।
উল্লেখ্য, কেপটাউনে ১৪ ফেব্রুয়ারি সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ