ওয়েলিংটন টেস্টে সফরকারী অস্ট্রেলিয়া স্বাগতিক নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ১৮৩ রানের জবাবে তাদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪৬৩ রান তুলেছে। এর মধ্যেই ২৮০ রানের লিড পেয়েছে অজিরা। অথচ এখনো তাদের হাতে রয়েছে ৪টি উইকেট। ওসমান খাওয়াজা ও এডাম ভোজেসের সেঞ্চুরির উপর ভর করে এত বড় ইনিংস গড়তে সক্ষম হয় সফরকারীরা। খাওয়াজা ১৪০ রানে আউট হয়ে গেলেও ভোজেস দিন শেষে ১৭৬ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ২৯ রান নিয়ে ক্রিজে আছেন পিটার সিডল। এছাড়া অধিনায়ক স্টিভেন স্মিথ ৭১ রান করেন। অজিদের ৬টি উইকেটের মধ্যে ২টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। আর ক্রেইগ ও এন্ডারসন ১টি করে উইকেট নেন।
এডাম ভোজেস ওয়েলিংটনসহ মোট ১৪টি টেস্টে ১৯টি ইনিংস খেলেছেন। এর মধ্যে সেঞ্চুরি পেয়েছেন ৫টি। আর হাফ সেঞ্চুরি ৩টি। টেস্টে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ২৬৯ রান।
টসে জিতে প্রথমে কিউইদেরকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা। ফলে ব্যাট করতে নেমে গতকাল প্রথম দিনে চা বিরতির আগেই শেষ হয়ে যায় কিউইদের প্রথম ইনিংস। ক্রেইগ দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান ও অ্যান্ডারসন করেন ৩৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে যশ হ্যাজলউড সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। অার পিটার সিডল ও নাথান লিয়ন নিয়েছেন ৩টি করে উইকেট।
উল্লেখ্য, দেশ দুটির মধ্যে মাত্র ২টি টেস্ট অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ