স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৭৬ রানে অপরাজিত আছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এডাম ভোজেস। আর এই ইনিংসের মধ্য দিয়েই নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই হলেন প্রথম কোনো ব্যাটসম্যান যার গড় ম্যাজিক্যাল ফিগার একশ'তে পৌঁছেছে। এর মধ্য দিয়ে স্বদেশি লেজেন্ডারি ক্রিকেটার স্যার ডন ব্রাডম্যানকে ছাড়িয়ে গেলেন মি. ভোজেস। টেস্ট ক্রিকেটে ব্রাডম্যানের গড় ছিল ৯৯.৯৪।
ওয়েলিংটন টেস্টসহ এখন পর্যন্ত মোট ১৪টি টেস্টে খেলেছেন এডাম ভোজেস। এতে ১০০.৩৩ গড়ে তার মোট রান ১,২০৪। ১৪ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ৫টি। আর হাফ সেঞ্চুরি ৩টি। টেস্টে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ২৬৯ রান। খবর ফক্সস্পোর্টস ডট কমের
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ