অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ওয়েস্ট ইন্ডিজ। তিনবারের চ্যাম্পিয়ন ভারতকে ৫ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হল তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সকালে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক। ক্যারিবীয়দের বোলিং তোপে এদিন ৪৫.১ ওভারে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ঝুলিতে জমা পড়ে মাত্র ১৪৫ রান।
এদিন ভারতের এই ব্যাটিং বিপর্যয়ের পেছনে ক্যারিবীয় বোলার এ্যালজারির জোসেপের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তিনি ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে নিয়েছেন ৩টি শক্ত উইকেট। অন্যদিকে রায়ান জন ১০ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া হোল্ডার ২টি এবং ১টি করে উইকেট নিয়েছেন পাউল ও স্প্রিংগার।
জেতার জন্যে ১৪৬ রানের সহজ টার্গেটে খেলতে নেমে প্রথম দিকে কিছুটা হোঁচট খায় ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৩০ রানে দুই উইকেট হারানোর পর শক্ত অবস্থান তৈরি করেন তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। কার্টির অপরাজিত ৫২ আর পাউলের অপরাজিত ৪০ রানের সুবাদে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতার স্বাদ পায় ক্যারিবীয়রা। আর এর মধ্য দিয়ে পর্দা নামল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি যুব বিশ্বকাপের ১১তম আসরের।
প্রসঙ্গত, ২০০৪ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত সেই আসরে তারা হেরে যায় পাকিস্তানের কাছে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ এস আ্হমেদ